সাংবাদিকদের সঙ্গে উজিরপুরে জামায়াতে ইসলামীর মতবিনিময়

0

উজিরপুরে গণমাধ্যম ও জামায়াতে ইসলামীর খোলামেলা আলোচনা

উজিরপুর প্রতিনিধিঃ

উজিরপুর উপজেলায় সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ৩টায় উজিরপুরের সাকুরা ভিলেজ ফুড রেস্টুরেন্ট এর দোতলায় এ সভা শুরু হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার। শুরুতে তিনি উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান এবং মতবিনিময় সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান। তিনি বরিশাল-২ আসনের সার্বিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে তার বক্তব্য উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন, বরিশাল-২ আসনের মানুষ দীর্ঘ সময় ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ অবকাঠামো, কর্মসংস্থান ও নৈতিক অবক্ষয়সহ নানা সমস্যায় এলাকাবাসী জর্জরিত বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এসব সমস্যার কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধান দিতে সক্ষম একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগণের সমর্থন পেলে সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাস্টার আব্দুল মান্নান আরও বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতিতে বিশ্বাস করে না। ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

সভায় সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমসাময়িক প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি। তিনি বলেন, গণমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরে এবং সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করে।

মতবিনিময় সভায় জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সাঈয়েদ আহমেদ খান, বরিশাল-২ আসনের পরিচালক অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, সদস্য সচিব এডভোকেট আজম খান, জেলা মিডিয়া বিভাগের সভাপতি হাফেজ সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মতবিনিময় সভায় উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য খলিলুর রহমান, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সরদার আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফুজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম এবং দৈনিক নয়া দিগন্তের বরিশাল জেলা ব্যুরো চিফ আজাদ আলাউদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Post a Comment

0Comments

Post a Comment (0)