মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়: হাইকোর্ট

0

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, দ্বিতীয় বিয়ের অনুমতির বিষয়টি স্ত্রী নয়, বরং আরবিট্রেশন কাউন্সিলের এখতিয়ারে। স্ত্রীর অনুমতি ছাড়াই বিয়ে বৈধ হতে পারে।
মুসলিম পারিবারিক আইনে দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা নেই: হাইকোর্ট

সসা ডেস্কঃ

মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অনেকসময় গুরুত্বর অপরাধ বা নৈতিকতার লঙ্ঘন হিসেবে গণ্য করা হতো। তবে হাইকোর্টের সাম্প্রতিক রায়ে স্পষ্ট করা হয়েছে, বাংলাদেশের কোনো মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক নয়।


আদালত জানিয়েছে, দ্বিতীয় বিয়ার অনুমতির বিষয়টি ব্যক্তিগত স্ত্রীর নয়, বরং সংশ্লিষ্ট আরবিট্রেশন কাউন্সিলের এখতিয়ারে পড়ে। তাই আইনে এমন কোনো বিধান নেই যে স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্পূর্ণভাবে অবৈধ।


রায়ে আরও বলা হয়েছে, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী পুরুষকে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে অবশ্যই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। কিন্তু আইনে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক শর্ত হিসেবে উল্লেখ করা হয়নি। দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা-স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে অবৈধ-এটি আইনের সরাসরি ব্যাখ্যার সঙ্গে মেলে না।


আদালত উল্লেখ করেছে, আরবিট্রেশন কাউন্সিলই সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য, আর্থিক সক্ষমতা এবং পারিবারিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তাই স্ত্রীর অনুমতি না দিলেও বিয়ে অবৈধ হবে-এমন ধারণা আইনগতভাবে সঠিক নয়।


আইনগত প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে আদালত জানিয়েছে, দণ্ডবিধি ১৮৬০-এর ৪৯৪ ধারায় দ্বিতীয় বিয়েতে সাত বছরের কারাদণ্ডের বিধান থাকলেও, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে পুরুষের ক্ষেত্রে এটি শিথিল করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।


রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণাও দেওয়া হয়েছে। রিটকারীরা দাবি করেছেন, এই সিদ্ধান্তে বহুবিবাহে নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। তারা মূলত নারী ও পুরুষ উভয়ের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে রিট করেছিলেন।

সূত্রসমূহ নিচে দেওয়া হলোঃ

ক্রমিকউৎসের নাম / প্রকাশনাপ্রকাশের শিরোনাম / ব্যাখ্যারিলেভেন্ট বিষয়বস্তুর সারাংশসূত্র / প্রকাশ তারিখ
1bdnews24.comHC upholds arbitration council approval for second marriageহাইকোর্ট রায়ে দ্বিতীয় বিয়ের অনুমোদন আরবিট্রেশন কাউন্সিলের ওপর নির্ভর করবে; স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। ১১ জানুয়ারি, ২০২৬
2বাংলা টেলিগ্রাফদ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়: হাইকোর্টহাইকোর্ট জানিয়েছে আইনে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক শর্ত নয় এবং সামাজিক ভুল ধারণা। ১১ জানুয়ারি, ২০২৬
3PNS News24দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্টএকই রায়—স্ত্রী অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে সম্ভব, প্রচলিত ধারণা ভুল। ১১ জানুয়ারি, ২০২৬
4নাগরিক প্রতিদিনদ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্টহাইকোর্টের রায়ে দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি বাধ্য নয়—আইনের ব্যাখ্যা। ১১ জানুয়ারি, ২০২৬
5BD Todayদ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির বাধ্যবাধকতা নেই: হাইকোর্টআদালত আরবিট্রেশন কাউন্সিলকে অনুমতি প্রদানকারী কর্তৃপক্ষ হিসেবেই দেখেছে। ১১ জানুয়ারি, ২০২৬

Post a Comment

0Comments

Post a Comment (0)