![]() |
| দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুরে দোয়া |
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
বাংলাদেশের তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের উজিরপুরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে উজিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। এছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক আজহারী। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ reflect মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব, রাজনৈতিক আদর্শ, সততা ও দীর্ঘ সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, গৃহবধু থেকে আপোষহীন দেশনেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার উত্থান ছিল একটি মহাকাব্যের মতো, যার অবসান দেশের রাজনৈতিক ইতিহাসে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।
শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দীর্ঘক্ষণ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
