![]() |
| উজিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত |
উজিরপুর প্রতিনিধিঃ
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উজিরপুর পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।
দোয়া মোনাজাতের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উজিরপুর পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আঃ আউয়াল খান। পরে আননূর নূরানী ও হাফেজী মাদ্রাসার মুহতামিম মাওলানা শিরাজুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দীর্ঘক্ষণ ধরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগাপ্লূত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
দোয়া মোনাজাত শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর উপজেলার ৯টি এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি ভবিষ্যতেও গণতন্ত্র, মানুষের অধিকার রক্ষা এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।
