গণতন্ত্রের প্রতীক বেগম জিয়ার স্মরণে উজিরপুরে পৌর বিএনপির দোয়া অনুষ্ঠান

0

বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুরে দোয়া মোনাজাত ও মানবিক কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।
উজিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধিঃ

বাংলাদেশের তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উজিরপুর পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।

দোয়া মোনাজাতের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উজিরপুর পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আঃ আউয়াল খান। পরে আননূর নূরানী ও হাফেজী মাদ্রাসার মুহতামিম মাওলানা শিরাজুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দীর্ঘক্ষণ ধরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ, ত্যাগ ও সততার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিচল প্রতীক। তাঁর আপোষহীন নেতৃত্বই এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে বারবার শক্তি জুগিয়েছে। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি আজও মানুষের পাশে দাঁড়িয়ে আছে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগাপ্লূত হয়ে পড়েন, যা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

দোয়া মোনাজাত শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর উপজেলার ৯টি এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে সামনে রেখেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি ভবিষ্যতেও গণতন্ত্র, মানুষের অধিকার রক্ষা এবং মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)