তীব্র শীতে তারাবাড়িতে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ: প্রশংসিত স্বেচ্ছাসেবকদল

0

উজিরপুরে তীব্র শীতে দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবকদল

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

রিশালের উজিরপুর উপজেলায় তীব্র শীতের মধ্যে দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদল। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার পর উপজেলার শিকারপুর ইউনিয়নের তারাবাড়ি এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মানবিক এই উদ্যোগে এলাকার অসহায় মানুষদের মাঝে কিছুটা হলেও শীতের কষ্ট লাঘব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলমান শৈত্যপ্রবাহে যখন নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন, তখন উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে অনেকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।


কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউছুফ মীরা। এ সময় উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি মোঃ মিজানুর রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ সোহেল, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরু হাওলাদার, প্রচার সম্পাদক বেলায়েত খান এবং ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি রাজিব খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে শীতার্ত বৃদ্ধ আবদুল করিম (৬৫) বলেন,
“এই শীতে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। রাতে কম্বল না থাকায় ঠিকমতো ঘুমাতে পারতাম না। আজ যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তাদের ভালো রাখেন।”

আরেক শীতার্ত নারী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আমরা গরিব মানুষ, শীতের সময় কেউ খোঁজ নেয় না। এই কম্বলটা পেয়ে অনেক উপকার হলো। যারা দিয়েছেন, আল্লাহ তাদের মঙ্গল করুন। এমন সাহায্য আরও হলে আমাদের কষ্ট অনেকটাই কমে যায়।”

উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন। শীতের তীব্রতা যতদিন থাকবে, ততদিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

Post a Comment

0Comments

Post a Comment (0)