![]() |
| উজিরপুরে অভিনব কৌশলে ৬ লক্ষ টাকার মাছ লুট, এলাকায় তীব্র চাঞ্চল্য |
বরিশালের উজিরপুরে সাতলা ইউনিয়নের শিবপুরে অভিনব কৌশলে প্রায় ৬ লক্ষাধিক টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। গভীর রাতে সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে মাছের ঘেরের পানি নিষ্কাশন করে বিপুল পরিমাণ মাছ লুট করে নিয়ে যাওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের বাসিন্দা এবং ব্রীজ বাংলাদেশ এনজিওর মালিক মোঃ জাকির বালী ও মাহমুদা খাতুনের কাছ থেকে ২০১৪ সালের ৪ আগস্ট ছয় বছরের জন্য ভাড়ায় চুক্তি করে জমির লিজ গ্রহণ ও জমি ক্রয়ের উদ্যোগ নেন জেমস প্রান্তোষ পাড়ৈ। পরবর্তীতে ওই ঘের পরিচালনার জন্য এলাকার ব্যবসায়ী মেহেদী হাসানের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি হয়, যেখানে ৫০ শতাংশ শেয়ার মেহেদী হাসানের নামে নিবন্ধিত হয়।
কিন্তু জেমস প্রান্তোষ পাড়ৈর মৃত্যুর পর পরিস্থিতি জটিল আকার ধারণ করে। অভিযোগ অনুযায়ী, প্রান্তোষের বড় ভাইসহ প্রতিপক্ষরা গত বুধবার গভীর রাতে পরিকল্পিতভাবে ঘেরের পাশে সুরঙ্গ কেটে পানি নিষ্কাশন করে। এরপর জাল ব্যবহার করে ঘেরের সমস্ত মাছ লুট করে নেয় তারা। এ ঘটনায় তাপস পাড়ৈ, সাইফুল শেখ, আকরাম, শাহাদাতসহ গোপালগঞ্জ ও কোটালীপাড়া উপজেলার প্রায় ৩০ থেকে ৩৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ব্যবসা ও জমি ক্রয়ের কথা বলে প্রান্তোষ পাড়ৈ তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেন এবং তা ব্রীজ বাংলাদেশ এনজিওর মালিককে প্রদান করেন। এরপরও তার মালিকানাধীন ঘের থেকে অবৈধভাবে সুরঙ্গ কেটে পানি সেচ করে প্রায় ৬ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠকের চেষ্টা চলছে বলে জানা গেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দ্রুত মাছ লুটের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
.png)