মুন্ডপাশায় শীতার্ত শিশুদের মাঝে কম্বল দিল সিআরএসএস ও ওয়াল্ড ভিশন

0

মুন্ডপাশায় শীতার্ত শিশুদের মাঝে কম্বল দিল সিআরএসএস ও ওয়াল্ড ভিশন

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

উজিরপুরের শিকারপুর এলাকায় ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার-মুন্ডপাশা আনোয়ারা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতার্ত শিশুদের জন্য কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলা এই কার্যক্রমে শিশু ও তাদের অভিভাবকরা সারিবদ্ধভাবে অংশ নেন। শীতের শুরুতেই এ আয়োজন স্থানীয় মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ নিয়ে আসে।

সিআরএসএস, উজিরপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপনায় এবং ওয়াল্ড ভিশন বাংলাদেশ, উজিরপুর এরিয়া প্রোগ্রামের আর্থিক সহযোগিতায় মোট ৩৩৫ জন নিবন্ধিত শিশুর হাতে কম্বল তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, পরিবারগুলোর শীতকালীন ঝুঁকি কমাতে প্রতিটি শিশুর জন্য আলাদা কম্বল বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেন শিশুদের অভিভাবক, ভিডিএস সদস্য এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। সবার উপস্থিতিতে বিতরণ প্রক্রিয়া আরও সুন্দরভাবে সম্পন্ন হয়। স্থানীয়রা জানান, নিম্নআয়ের পরিবারগুলোর জন্য সঠিক সময়ে এই সহায়তা পাওয়া বড় ধরনের উপকার নিয়ে এসেছে।

বিতরণের আগে উজিরপুর এরিয়া প্রোগ্রামের সিডিও আহসান সুমন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সিআরএসএস দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও যোগ করেন, চলমান উন্নয়নমূলক কার্যক্রমের সুফল ভবিষ্যতে আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হবে। দরিদ্র পরিবারগুলোকে সক্ষমতার জায়গায় ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। তার বক্তব্যে উপস্থিত ব্যক্তিরা অনুপ্রাণিত হন।

বিতরণকৃত কম্বলগুলো ছিল শীত-উপযোগী ও শিশুসুলভ ব্যবহারের জন্য উপযুক্ত মানের। আয়োজকদের দাবি, এসব কম্বল শিশুরা শীতের তীব্রতা থেকে কার্যকর সুরক্ষা পাবে এবং ঠান্ডাজনিত রোগ প্রতিরোধেও সহায়তা করবে।

কম্বল পেয়ে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন। অনেকেই জানান, শীতের সময়ে শিশুদের জন্য আলাদা শীতবস্ত্র কেনা তাদের পক্ষে কষ্টকর। এই উপহার তাদের জন্য বাস্তব স্বস্তি নিয়ে এসেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রতিবছর এমন মানবিক উদ্যোগ থাকলে শীতকালে সুবিধাবঞ্চিত পরিবারগুলো আরও নিরাপদ থাকতে পারবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)