উজিরপুরে বিএনপির আনন্দ মিছিল: নির্বাচনী ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা

0

তারেক রহমানের জন্মভূমি বাংলাদেশে শুভ আগমন উপলক্ষে উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে ইচলাদী মহাসড়কে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে উজিরপুরে পৌর বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মভূমি বাংলাদেশে শুভ আগমন উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উজিরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদারের নেতৃত্বে ইচলাদী মহাসড়কে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, পৌর বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক সবুর হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ফকির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হান্নান আরিফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজীপৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু, সদস্য সচিব মোঃ জুম্মান সিকদার মোতালেব, যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান ভুইয়া, পৌর মহিলা বিএনপির সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পী, সম্পাদিকা মনিরা আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী।

মিছিল চলাকালে নেতাকর্মীরা “মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে; তারেক রহমান আসছে, রাজপথ কাপঁছে” স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার বলেন,
“যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কোনো নীল নকশাই বাস্তবায়ন হতে দেওয়া হবে না। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় আমরা রাজপথে আছি এবং থাকবো।”

পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু বলেন,
“তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার দেশে আগমন মানে জনগণের আশা-আকাঙ্ক্ষার নতুন জাগরণ। নিরপেক্ষ নির্বাচন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।”

সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান তার বক্তব্যে বলেন,
“দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। জনগণকে সঙ্গে নিয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব। কোনো বাধা, কোনো দমন-পীড়ন আমাদের দমাতে পারবে না।”

আনন্দ মিছিলটি মহাসড়কের বিভিন্ন প্রান্ত শান্তিপূর্ণভাবে প্রদক্ষিণ করে শেষ হয়।

Post a Comment

0Comments

Post a Comment (0)